বুক ফেটে অশ্রু ঝড়ে অদৃশ্য বেদনা
নেই'কো সেই নিঃশঙ্ক, বলিব আর কেঁদোনা!
প্রসূতে স্ফূর্তি নাই গো পিতামহের অকাল মৃত্যু
নিত্যতার প্রতীক বাবা নিষ্ঠাবান, নয়'কো ভীতু।

শিক্ষা-দিক্ষার স্বাদ’নে ব্যর্থ বাবা টানিয়া সংসারের হাল
শিশুত্বে বৃষ্টি-মাঠে তুলিয়া তরুছাল।
দিবাচরে কর্ম তালাশ জুটাবে –
সবজি-তেল আর চাল।

রাজহাসনে বসিয়া সেথা দেখেছি বাবার হাসি
কোথা গেলো সেই সোলানীক্ষণ
হাসিমুখ দেখিনা আর –
যেনো ঘোর ক্লেশ-বেদনার আবরণ!
ফিরে কি পাবো আর অমূল্য সেই আসন?
ফিরে কি পাবো আর বিনা-স্বার্থের সেই ঢাল?
ক্ষনে-ক্ষনে ক্ষয়ে গেছে বৃক্ষমূলের ছাল।

কেমনে সুধীব জন্মদাতার দেনা? –
   দেখিব হাস্য ও হর্ষপূর্ণের দীপ্ত রেখা
আমরণ ক্লেশ টানিবে নাকি ইহাই বিধির লিখা?

রচনাকাল : ৩০ সেপ্টেম্বর ২০২৪, 01:23 AM.