ভব সংসার ক্ষনস্থায়ী নয় কেহ অজ্ঞাত
দুনিয়াবি রং-তামাশা চলবেই আর কতো?
সবাই বলে ভালোবাসি, খুঁজো তার কারণ
বন্ধু-স্বজন-ভাই-বোন স্বার্থ পেলে –
দ্বিধা নাই মনে করতে তোমায় হরন!

মা ও বাপের কদর করো বিশ্বনবীর বাণী–
জান্নাত তোমার ঘরে তাও হচ্ছো বৃথা হয়রানি।
আল্লাহ বলেন –
ওগো হাবীব শুনান কুরআনের বানী
আমার আরশ কেঁপে ওঠে যদি ঝরে
মায়ের চোখের পানি।
দুইদিনের রমনী করে তোমায় আদেশ
মা ও বাপ ফেলো, নাহয় আমায় নাও বিদেশ!
মায়াবতীর গোলাম তুমি –
কোথায় পিতা-মাতার অক্লান্ত অবদান?
গোটা দিন ঘাঠে-মাঠে জুটাবে তোমার বস্ত্র-ত্রাণ।
রোগ-বালাই-দুর্ঘটনা যদি হয় রক্তক্ষরণ
শতভাগ রমনী নেই পাশে আওয়াজ ওঠে জমিন ফেটে  জননীর ক্রন্দন!
ভালোবাসি বন্ধু বলে ভাই বলে সকল মিথ্যা মায়া
সর্বদা পাশে থাকে মায়ের দোয়া –
যেনো তোমার ছায়া!!

রচনাকাল: ২০ ডিসেম্বর ২০২৪, 10:33AM