প্রিয়, তুমি কি জানো?
আমি না অনেক ভালো হয়ে গেছি।
তুমি না বলতে
ভালো মানুষকে সবাই পছন্দ করে,
তাই আমি ভালো হয়ে গেছি, শুধু তোমার জন্য।

তুমি কি জানো?
সারাক্ষণ শুধু তোমাকেই ভাবি
তোমাকে ভাবতে ভাবতে
কোথায় যেনো হারিয়ে যাই
নেই নিদ্রা, নেই আয়েশ, জুটেনা অন্ন
শুধু তোমার জন্য

আর হে –
তুমি না বলতে আমাকে ছাড়া কিছুই বুঝনা
আজকে তোমার জন্য
হৃদয়ের গহীন জুড়ে কত আয়োজন ।
কিন্তু, কিন্তু তুমি কোথায়?
আমার এত পরিবর্তন দেখে তুমি খুশি হওনি?
প্রিয় ওগো প্রিয়, আমাকে আর প্রিয় বলে ডাকবেনা! আমাকে উপদেশ দিবেনা?
তুমি আমাকে পরিবর্তনের উপদেশ দিয়ে
নিজে অন্যের আদেশের পাত্রী হয়ে গেলে!

রচনাকাল: ২০-১২-২৪, 7:30pm