"একটি গাছ"
মোঃ সাব্বির হোসেন
বনে জঙ্গলে বাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ একটি গাছ,,
ভিন্ন রঙ্গে রঙ্গিত পাতার আবরনে সবুজ রঙ্গের সাঁঝ।।
প্রকৃতির সাথে তাল মিলিয়ে গাছটি বড় হয়,,
কত রকম বিপদ বাঁধা শত নির্যাতন সয়।।
দিবারাত্রি ঝড়-তোফানে একলা দাঁড়িয়ে রয়,,
পাশে আছে শত গাছ তবু কেহ সাহায্যকারী নয়।।
একলা মনে যুদ্ধ করে আতংকী ঝড়ের সনে,,
বাঁচা-মরা তকদীরেতে ভয় নেই কোনো মনে।।
বৃষ্টিপাত,বজ্রপাত,খরা থাকে প্রায় সর্বক্ষনে,,
অসহ্য হয় গাছ নির্বোধ মানুষের আক্রমণে।।
বীজ থেকে চারা হয়ে বড় হতে গাছটি,,
ক্রমে ক্রমে পারি দেয় কত জঘন্যতম ঘাটি।।
গাছের যদি ধৈর্য্য এত একলা যুদ্ধ করে,,
সৃষ্টির শ্রেষ্ঠ জাতি নির্ভর কেন আমরা পরের তরে?
অলস জাতি আমরা তাই সবই চাই তৈয়ার,,
চেষ্টা ও পরিশ্রম ছাড়া সবই চাই আমার।।
জীবন মানেই রণক্ষেত্র চারিপাশে আসবে আক্রমণ,,
গাছের মতো বীরের বেশে ঢাল হয়ে বাঁচাতে হবে জীবন।।
বিপদের সময় স্বজন-প্রীতি নিঃস্বার্থ প্রেমি পাবে নাকো খুঁজে,,
আপন মনে বাঁধার সনে যুদ্ধ কর দুটি চোখ বুজে।।
রচনাকাল: ২৭-০৪-২০২৩,,৯:৪০ am