ভালো কাজ আসলে কোনটা
কিভাবে বুঝব?
চলেন আজকে তবে
ভালো কাজকে খোঁজব।
আপনি যা করছেন,
তা আপনার লাগছে ভালো।
যদিও হোক সেটা
সমাজের কালো।
কিন্তু চান না করাতে কাজটা
আপনার ছেলেেমেয়েকে ;
একজন প্রকৃত বাবা হিসাবে।
যে কাজটা করতে আপনার
বিবেচনা থমকে,নিরব চিওে
একই কাজে হোক করা,
অংশীদার মা-বাবাকে,চান না জীবন থাকতে।
একজন প্রকৃত সন্তান হিসাবে।
সেটাই মন্দ কাজ,
আরে সেটাই খারাপ কাজ।
বাকি সব নিশ্চিন্তে ভালোকাজ।