তুমি নিঃশ্বাস,তুমি বিশ্বাস
এটাই সদাই ভাবি
যেদিকে তাকাই,যেন খোঁজে পাই
অপূর্ব তোমার ছবি।
তুমি বিধাতার অপূর্ব দান
পেলে তোমার ভরবে মনপ্রাণ ।
তুমি তোমার সুন্দর খোঁজে নাহি পাও
অসামান্য কাজের মতো রও,
যেন তোমায় দেখলে আমি
অন্য কোনো জগতে নামি।
তোমার রূপের বাহার কভু
বাজবে না বীন রণ তবু।
তুমি মনের মাঝে অসাধারণ কিছু
তাই ছুটে চলি তোমার পিছু,
আনমনে কতবার তোমায় দেখি?
কতবার আঁকি যেন;
বুঝ না এখনো কি?
হয় তা কেন ।
শুধু একখানা আমার বিশ্বাস
তুমি স্বপ্ন আমার,তুমিই আমার নিঃশ্বাস ।