যে কিনা সত্য বলিতে সদা আগুয়ান
সেই তো হয়েছে শেষে প্রকৃত মহীয়ান ।
যে কিনা সত্য বলিতে পিছু ডাকে বারবার
সেই তো হয়েছে লাঞ্ছিত,বঞ্চিত শতবার।
জেনে রাখ তোমরা,যদি বলি আমরা,সত্য-ন্যায়ের বাণী
হবে না কভু,যতই ভাবি তবু,মোদের সম্মান হানি
এমন যদি হয়,তবে কি আর বয়
মিথ্যার এমন জাল,
যে মিথ্যার দায়,শতলোক হায়
হয় যে আজ বেসামাল ।
একটু তোমি বুঝ,একটু তোমি খোঁজ
এমন কাজের সন্ধান,
যাহা করিলে, তোমি মরিলেও
বাড়িবে তোমার সম্মান ।
কেউ বা আমায় দিচ্ছ গালি,কেউ বা দিচ্ছ হাতে তালি
এমন কথা শোনে মোর
কি আর আমি করতে পারি,মিথ্যা আজ সারি সারি
বিরাজমান ভূবনে ভরপুর ।
ভালো পণ্য সদাই কম,ভালো মানুষ সদাই নরম
এমনি সদা হয়,
যতই করো গুন্ডামি,যতই করো ভন্ডামি
মিথ্যুকদের হবেই হবে ক্ষয়।