সত্যি তো সত্যিই
তেতো হলেও ভালো,
এই কথাটা বুঝতে বুঝতে মানুষের
জীবনটাই এলোমেলো।
সত্যের সুঘ্রাণ শুকতে নাকের যে ক্ষমতার প্রয়োজন
কঠোর ধৈর্য-কষ্টের বিনিময়ে হতেও পারে অর্জন ।
যদি একবার খোঁজে পাও সত্যের তৃপ্তির সন্ধান
ইনশাআল্লাহ বুঝে যাবে সেথায় কি সম্মান ।