সকাল সন্ধা বেলা আমি থাকি হাসিখুশি
তার মানেই কি আমার মাঝে -
সুখের ভারটা বেশি?
ইচ্ছে হলেই ছোটাছুটি রাত-বিরেতে বেশি
তার মানেই কি সকল দোষের -
আমিই হব দোষী?
না,এরকম কোনো বাণী নাহি পাই
না,এরকম কোনো কথা দরকার নাই।
আমার মাঝে দুঃখ যত,
বুঝতে যদি তোমরা তত
হয়ে যেত মন ক্ষতক্ষত,
কিছুটা হলেও আমার মত।
চাই না আমি দুঃখ শুনে
আঘাত লাগুক তোমাদের মনে,
তাইতো আমি মোর জীবনে
থাকি না কভু, হাসি বিহনে।
কারণ আমি তাই ভেবেছি
দুঃখটাকে ফাঁসি দিয়েছি;
সুখটাকে মোর ভাগ দিয়েছি
তাইতো মোই রোজ হেসেছি।
কারণ, দুঃখ আমার মনের মাঝে
তাই বলা কি তোমায় সাজে?
আমার কাছে লাগে বাজে,
তাইতো আমি বলি না যে।
ভাবছ তবে হালকা হবে,বললে কারো কাছে
সামনে হয়তো বলবে ঠিকআছে,
মন্দ বলবে পিছে।
তুমি বন্ধু হলেও বলবো নাক
দুঃখ নামের ধাঁধা,
কারণ শত্রু হলে হইবে তোমি
অসাধারণ বাধা।।
তাইতো আমি বলি সদা,
দুঃখ নাই মোর হলাম সুখী;
হাসি দেই, খুশি থাকি
দেখি যার মুখ-ই।