তুমি স্পেশাল আমার কাছে
না ভালোবাসায় ,না রক্তে
কিন্তু কিছু একটা আছে।
নয়নের লোভনীয় নয়কো তোমাকে দেখা
মনুষ্যত্বের আঙ্গিকে রঙের তুলিতে কোনো এক
বিখ্যাত চিত্র আঁকা ।
তোমার শীতলতায় মুগ্ধ আমি
সারাক্ষণ হয়তো নয় ,কিন্তু সময়ে
ঠিকই খোঁজি,
সবাই আছে যেমন তেমন
তুমি থাকো সুস্থ প্রতিদিন,
বছরে 364 দিন হয়তো রাখতে পারি নি খোঁজ
কিন্তু আজকে জানাই
শুভ জন্মদিন ।