ন্যায়েরী পতাকা,মনেরী গভীরে আকা
কি করে যাবে তা প্রয়োগ?
দেশ জাকানাকা,তবে পথ আকাবাকা
নে কো সবার সঠিক সুযোগ।
যে করে ভোগ,তারি যে সুযোগ
অন্যরা পড়ে দুর্ভোগে;
কি করবে মানুষ?যাবে হেটে বহুক্রোশ
সবাই যারা দূর্যোগে।
যে করে নীতি, সে করে অতি
ভীষণ কাহিনীমালা;
যা কিছু কষ্ট, সমাজের নষ্ট
বাড়ায় সবার জ্বালা।
যে হয় প্রধান, তিনি তো মহান
সেটাই সবার আশা;
কিন্তু নিরাশা,সেই ভাঙে বাসা
মানুষকে করে তোলে হতাশা।
এ যেন চরম ভীযণ,বাংলাদেশের জীবন
এতো নয় মোদের দাম;
লক্ষ প্রাণের দায়ে,সঠিক স্বাধীনতা দিয়ে
করে গেলাম জীবন অম্লান।।