যেথা ছিল স্বপন আমার,দেখা নাই পেলাম তাহার
          শুধুই আহাজারী;
পারিনা তো বুঝতে তবু,ছিল যে এমন কভু
   মাঝখানেতে ফাঁড়ি ।

তবু বুঝে নিয়েছি আমি, সেটাই যে দামী
        আমার জীবনে;
এ জীবনের মলে, কর্ম বিফলে
     হয়না কিছুই কাননে।

যেদিকেই তাকাই,দেখিতে যে পাই
     নাই কর্ম বিনে ফল;
কেন তবু বল,চোখে তোর জল
      সবি নিঃসম্বল ।

করো নাকো ভার,মুখটি তোমার
    মেনে নাও বিধির ঐ দান;
জেনে নাও এখন,এটাও তো লিখন
    তাইতো তোমার প্রাণ ।