এক পলকে এক ঝলকে
             তোমার প্রেমে পড়িলাম,
মন না চাইলেও তার বিরুদ্ধে
            তোমায় স্বপ্নে দেখিলাম।

মন যে আমার মুক্ত পাখি
ঐ পাখির কি হবে সখি।।
        তোমায় প্রশ্ন রাখিলাম

এক পলকে এক ঝলকে
          তোমার প্রেমে পড়িলাম,
মন না চাইলেও তার বিরুদ্ধে
       তোমায় স্বপ্নে দেখিলাম ।

হও যদি গো প্রাণের প্রিয়
       অপেক্ষাতে থাকিলাম,
তা না হলে মনে রেখো
      জীবনে সব হারাইলাম

আমি দৌলত জীবন সাথী
তোমায় পেলে হব সুখী
     বুঝাইতে কি পারিলাম,

এক পলকে এক ঝলকে
      তোমার প্রেমে পড়িলাম
মন না চাইলেও তার বিরুদ্ধে
    তোমায় স্বপ্নে দেখিলাম ।।