তুমি এত সুন্দর যে তোমায় দেখে
ফেরে না চোখ,
তুমি এত সুন্দর যে, কভু ভরে না
দেখতে দেখতে মোর বুক।
এমন রূপখানি পেলে কোথায়?
কি বল তুমি!
এত রূপবান-গুনবান কি আমি?
মনে তো হয় না আমি
তোমার ভাবনার মত দামী।
কেননা তোমার মতো কয়জনা চিনে আমায়।
কি বল তুমি অন্য কথা,
যা বলেছি তা কি বৃথা?
সবাই যদিও বলে তুমি কিতা
শুন তবে আমার কথা।
তোমার মতো কজন আছে দুনিয়ায়?
যেজন বিনা বিনিময়ে আলো করে দান
শান্ত করে কত ভক্তদের প্রাণ।
তুমিই তো আদর্শ তুলে ধর পৃথিবীতে,
তোমার কি তুলনা হয়
আর কারো সাথে?
আমি দেখেছি তুমি নিরলসভাবে
যেভাবে ছিলে শত আগে
এখনো আছো তবে।
কভু তো দেখিনা তোমার অভিমান!
কভু তো পাইনি তোমার দুর্ঘ্রাণ।
তোমারি কাছেই আছে পাওয়া
তোমারি কাছেই যায় কিছু গাওয়া।
তাই আমি তোমায় দেখি প্রতিক্ষণ,
দেখে তোমায় শান্ত হয় আমার এ মন।নাম শুনেই হয় মনে তোমার আছ স্বাদ
তাই তো তুমি, তোমার নাম চাঁদ।