বয়স পাঁচে মন নাচে,
       ঘুরে বেড়ায় অজানা
ঠিক তখনই দেন বকুনি,
        বল স্কুলে যাবে কিনা?
কেউ তাহা নাহি বলে,
        অন‍‍্য কথায় যায়গো ঢলে
কেউবা থাকে অনাহারে,
      কেউবা ভীষণ সোহাগাদরে।
বরণ করে সাদরে,সুন্দর এই জীবনরে।

কারো মনে সুখ অসীম,কারো আবার দুঃখ অসীম
              এমন ভাবেই চলে ;
কেউবা মেধার অধিকারী,আর কেউবা থাকে
          অহংকারী।
কারো কাছে দারুন সংযম,
            আরো আছে উওম-অধম।
এমনি হয় জীবন মহলে।

কেউবা ব‍্যর্থ সময় নিয়ে
          সময় কাটায় সোহাগ দিয়ে
করে না কোনো ভাবনা;

যেজনা তাহার পিতা-মাতা,
            আত্মীয় বা স্বজনপ্রীতা
সেজনার রাতের ঠিক ঘুম হয় না।।

প্রথম শ্রেণিতে ফেইল করে
       অনেক জনা খেলা করে
চিন্তা নেই তার মনে ;

অনেকেই আবার ফেইল করে
    দুঃখে মরে আহা মরে
সময় কাটে কান্দনে কান্দনে।।

এরকম সময় যায়গো কেটে
  কারো বা পরিবর্তন ঘটে।

কেউ বা সময় বদলে নেয়
    কেউ বা থাকে হেয়
     এইতো চলমান ;
এই উওম-মধ‍্যম কত ঘটনা
      কত কিছু হয় রটনা
আছে তার অসীম প্রমাণ।।