আয় তরা আয় স্কুলেতে
বই পড়তে যাই,
পড়তে গিয়ে আমরা সবাই
সভ্যতাকে পাই।
সভ্যতাকে খুজে বেড়াই
আমরা সারাক্ষণ,
স্কুলেতে আছে তাহার
যোগ্য প্রশিক্ষণ ।
আমরা সবাই শিশু-কিশোর
স্কুলেতে যাব,
পড়ালেখা শেষ করে
যোগ্য কাজটা পাব।
এই বয়সে কাজের প্রতি
দিও নাকো মন;
চল সবাই স্কুলেতে
লইগো প্রশিক্ষণ।।
অভিভাবক যারা আছ
তাদের বলছি শোন,
কাজের বয়স হয়নি মোদের
এটাই কিন্তু মানো।
বলছি মোরা করবনা শ্রম
এই বয়সে
থাকবে তো তুমরা সবাই
আমাদের পাশে।।