অনেক সাধের বাংলা আমার
অনেক আশার ফল,
হালত দেখলে এখন তারী
চোখে আসে জল।
এখন কেমন দেশ হল
যার নাইকো কোনো নীতি,
আগে তো জানতে পেলাম
ছিল অনেক প্রীতি।
এমনিতে বলছি না
বলছি ইতিহাসে,
লিখা আছে স্বর্ণাক্ষরে
সকল কিছুর পাশে।
সেদিন ছিল ১৯৭১ সাল
যেথা ছিল না এত জালবেজাল,
যাহা ছিল তাহা
পারেনি মিলাতে তাল।
সত্য-ন্যায়ের তরবারীতে
হয়েছিল বিলীন,
পারে নি শক্ত হতে
মিথ্যা, অবিচার, অধর্মের বীণ।
সেদিন সবে মিলে গেয়েছিল
একতার গান,
বুকে তারা ডেকেছিল
ভেবেছিল তাদের প্রাণ।
বর্তমান স্বাধীনতা, স্বাধীনতা নয়
স্বাধীনতা নামে মানব জীবনের ক্ষয়;
শিখলে তবে শিখ তোমি
সঠিক স্বাধীনতা,
সবকিছু ভেদাভেদ ভূলে,
জাগাও একতা।
তখনি দেখবে তোমি
শুনবে অসাধারণ বানী;
বাংলাদেশ হবে,বাংলাদেশ তবে
কথায় কাজে রাণী।।