সে খারাপ, আমি ভালা,
আমার ভালো পথচলা
তার পথ কভু ভালো হতে পারে না;
আমি যা বলি তাই,
তার কথার মূল্য নাই
তাকে মোর হিসাব মাঝে ধরিনা।
যার কাছে আমি যাই,
উওরে বলে তাই
যেন সবাই সবার থেকে হল সেরা;
সত্যিটা হলো কি,
জানা ছিল মোর বাকি
মিথ্যা আছে অনেক তাকে ঘেরা।
মূল কথা শুনে যান-
সবাই শুধু করে ভান,
নিজের মন্দ কভু করেনা স্বীকার ;
অন্যের ত্রুটি ধরে,
সমাজের নানা স্তরে
শুধু দেয় রিপু চিৎকার।
এরকম অভ্যাস ছেড়ে
অন্যের ত্রুটি ছেড়ে
নিজেকে কর সংশোধন ;
আমার কাছে আমি ভালা
চারিদিকে একি জ্বালা
আমি বলি এসকল অরণ্যরোদন।
তার চেয়ে সবি মিলে,
উজ্জ্বল আলো জ্বেলে
কর তবে সমাজ সঠিক ;
সবি মিলে যেমন করে,
এমনভাবে খেলা করে
চল ধাগা-ধিক-ধিক।।