আমার সোনার বাংলার একটা প্রিয় নাম,
জন্ম তাহার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম।
পূর্বপুরুষ শেখ আউয়াল পিতা লুৎফুর রহমান,
জননি সায়েরা বেগম পরিবারের তৃতীয় সন্তান।
পিতার আদর্শ বক্ষে ধরিয়া জীবন কাটে তাঁর,
অন্যায়ে মাথা করেনি নত দোষী পায়না পার।
গীমাডাঙ্গা স্কুলেতে প্রথম শিক্ষা জীবন তার,
গৃহশিক্ষক প্রিয় পন্ডিত শাখাওয়াতুল্লাহ স্যার।
খেলাধুলা কি আর বলি,ইতিহাস পাঠ্যের প্রেমিক তিনি,
পাতায় পাতায় রয়েছে তার অমলিন ছায়াখানি।
নিরামিষের বড্ড প্রেমিক আমিষ নাহি চায়,
শাক-সবজি,ডুমুর, বেতাং,কলা বেশি খায়।
দুখির দুখে হইয়া দুখি হ্রদয় হয় ব্যথ্যাতুর,
সাধ্যমতো করতো চেষ্টা দুখির দুঃখ মোচানোর।
সংক্ষিপ্ত,,,,,,,