চোখ থাকিতে অন্ধ তুমি
রাগ কর না ভাই ,
চোখের কাছে অমূল্য রত্ন পাই
তবো এড়িয়ে চলে ভিনদেশেতে যাই ।
:
উদরেতে দশ মাস দশদিন কে দিল ভাই ঠাই ?
কার রক্ত মাংস খাইয়া তুমি আইলায় এ ধরাই ?
কার বলে বলিতেছ? কার বলে চলিতেছ?
তাহা কি আছে স্মরণে ভাই ?
:
যার বলে বলিতেছ,তার বলে আমি বলি
ভক্তিভবে ভালোবাসা দাও তারে,
আছে যত তোমার তরে ভাই ।
:
মিছে মিছে মনি মুক্তা হেম
জননি আসল প্রিয় প্রেম,
তার চেয়ে রত্ন আর নাই ।
:
যাও তুমি,যাচ্ছে সবাই
খোঁজে ফির তার চেয়ে রত্ন
আছে নাকি কোথায় ।
মায়ের অমূল্য প্রেম পৃথিবীর সকল প্রেমকে হার মানায়,
জানি,ফিরবে তুমিও সবার মত
সেই চেনা বটতলায় ।