সবার চেয়ে স্বার্থপর
আমার আপন মন ,
নিজের হয়েও পরের জন্য কাঁদে সারাক্ষণ ।
:
আমি ভাবি তাহার কথা
সে ভাবে অন্যের কথা
আমরা দুজন বিপরীতে
থাকবো সারা জীবন ,
তার মাঝেও একমুটো সুখ
খোঁজেফিরি সারাক্ষণ ।