স্বাধীনতার ডাক আসলো এবার
চলরে সবাই যুদ্ধে
সোনার মাটিকে করব রক্ষা
দেশদ্রোহিদের কাছ থেকে ।
এই মাটিতে মায়ের আঁচলপাতা
বাবার চাষা ক্ষেত ,
করছে ওরা ধঃস সবই
তাঁর বিরুদ্ধে অস্ত্রধরি ।
:
দেখরে ভাই আকাশ পানে চাহে
ঝাঁকে ঝাঁকে উড়ছে শকুনপাখি,
গাঁয়ের ঘরে ঘরে পড়ছে অশুভ ছায়াখানি,
তার বিরুদ্ধে অস্ত্রধরি ।
:
রক্ত গঙ্গায় ভরে যাচ্ছে ভুড়িগঙ্গা নদী
হাজার হাজার লাশ ভাসছে সাঁরি সাঁরি
তাঁর বিরুদ্ধে অস্ত্রধরি ।
:
বীর বাঙালি অস্ত্র উঠাও
ভয় করো না আজ
মোদের পাশে আছেন
মহান নেতা শেখ মুজিব ।