আমার আমি কে হারিয়েছি
অজানা সীমাহীন কোন এক
অপরিচিতার ভালোবাসায় ।
:
জল্পনায়-কল্পনায়,দিবানিশি, বেলা অবেলায় ,
হৃদয়ে ভেসে উঠে সেই আঁকা
মনমাতানো ছবিখানি ।
খুজেফিরি তাঁর পাগল করা
মিষ্টি মুখের দুষ্টু হাসিখানি।
:
এসো না আজ তোমার তুমি কে নিয়ে ,
বাঁধি একটা সুখেরি ঘর,
আমি আর তুমি মিলে লবিবো মোরা
স্বর্গে আছে যত সুখের বর ।