একুশ আসলেই টকটকে হয় লাল
কৃষ্ণচূড়ার ডাল ।
একুশ আসলেই মুক্ত আমি
ভাষার রঙিন হাটে ।
:
একুশ আসলেই শহীদ মিনার
সাজ সজ্জায় ভরে উঠে ফুলে ফুলে,
একুশ আসলেই গায় যে পাখি গান
মধুর সুরে গাছের ডালে ডালে ।
:
একুশ আসলেই স্বপ্নে দেখি
সালাম বরকতের ছবি ,
একুশ আসলেই হাসতে থাকে
পূর্ব আকাশের রবি ।
:
একুশ আসলেই চোখে ভাসে
বীর শহীদের মুখ ,
একুশ আসলেই গর্বে ভরে
আমার ছোট্রো বুক ।