কিসের বড়াই করিস রে মন
দুই দিনের মাজার বেলায়,
আছে কি মনে ভাই ?
কাল যে তুই চলে যাবি চিরনিদ্রার পাড়ায় ।
:
শুয়া পাখি দেবে ফাকি
কাদবে সবাই জারে জার,
বন্দোবস্তো করবে সবাই
রাখতে শেষ ঠিকানায় ।
আছে কি মনে ভাই ?
কাল যে তুই চলে যাবি চিরনিদ্রার পাড়ায় ।
:
চারপায়েতে চারজন মিলে
উঠাবে সবার ধায়
নিয়ে যাবে তর আসল ঠিকানায় ।
কত কি আর বলবি রে তুই
কেহ নাহি শুনতে পায়,
বিদায় জানাবে সবাই
দিয়ে তকে বিদায় ।
আছে কি মনে ভাই ?
কাল যে তুই চলে যাবি চিরনিদ্রার পাড়ায় ।