আজান হল শুনি ভাই
সবকাজ পেছনে রেখে
চল নামাজ পড়তে যাই ।
নামাজেতে খোদার দিদার মেলে সর্বদাই ।
কোরআন মাজীদ শিক্ষা করি
শুদ্ধ করে নামাজ পড়ি ,
পবিত্রতা নামাজের চাবি
নামাজ হল বেহেশতের চাবি
হাদিসেতে বলছেন মোদের প্রিয়নবী ।
তাজ মাথায় নামাজ পড়ি
নামাজ শেষে জিকির করি,
জিকির শেষে খোদার কাছে বিনয়সুরে প্রার্থনা করি ।