আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতার বাণী চিরসত্য হবে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতার বাণী অন্তরের কালোধোয়া মুঁছে দিবে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতা মানব জাতিকে বলবে বৃক্ষ,সূর্য চন্দ্রের মতো হতে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতা ১৭৫৭,১৯৫২,১৯৬৯,১৯৭১ এর কথা বলবে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতা সোহরাওয়ার্দী,ভাসানি .শেরে বাংলা, বঙ্গবন্ধুর কথা বলবে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতা কবি রবীন্দ্রনাথ, নজরুল,জসীম ,জীবনান্দন,রোকেয়ার কথা বলবে ।
আমি সেই কবিতা পড়তে চাই ?
যে কবিতা অস্ত্র নয়, ভালবাসা দিয়ে পৃথিবীকে জয় করার কথা বলবে ।