হেলায় হেলায় কাটিছে বেলা
সঞ্চয়হীনা অপারের সম্বল ।
মিছেমিছি মহীতে টানে
আসক্ত অজ্ঞানতার অন্ধকারে ।
কল্পনার কান পেতে শুনি, কে বলছে ?
হে অজ্ঞ ! বুঝতে চাহনি কখনো
ছিলেম সর্বনৈকট্যে তর
তবোও স্মরণে রাখিসনি মোরে ,
তুই ছিলি বিভোর রঙিন খাবে মগ্ন ।
আজি যাবি তুই কালঘুমের দেশে,
পড়ে রবে তর স্তব্ধ দেহ ।
আজি পড়ে রবে তর আটখানা অট্রালিকা,
শতবিঘা জমি,সন্দুকভরা মাইনে, আর অন্তরের বন্ধুবান্ধব ।
আজি যাবি একা সকলি করিয়া ত্যাগ,
সঙ্গ দেবে না কেহ,কোনকিছু ,
যার জন্য কেটেছে দিবস রঁজনী তর ।
আজি নিয়ে যাবি তুই মাটির ঘেরা
সাঁড়ে তিন হাত ঘর ,সঙ্গে একটুকরা সাদাকাপড় ।
===============