বিজয় এলে সবার মনে
খুশির জোয়ার আসে ,
বিজয় এলে গাছগাছালি
নতুন শাখায় ভরে ।
বিজয় এলে স্মৃতিসৌধ সাজে ফুলে ফুলে ,
বিজয় এলে গায় যে পাখি গান
নতুন সুরু গাছের ডালে ডালে ।
বিজয় এলে স্বপ্নে দেখি
বীর যুদ্ধাদের ছবি
বিজয় এলে হেসে ওঠে
পূব আকাশের রবি ।
বিজয় এলে চোখে ভাসে
বঙ্গবন্ধুর মুখ
বিজয় এলে গর্বে ভরে
আমার ছোট্ট বুক ।