কালবৈশাখী ঝঁড় তুফানে
তুলপাড় সারা গাঁ
খোঁদার কৃপায় রয়ে গেল
,পুকুর পাড়ের উচুঁ ডালে
কলসিতে বাঁধা
ময়নার তিলে তিলে
গড়া সংসার ।
চারটে বাঁচ্চা তাঁর
কতই না সুখের সংসার
মনের উল্লাসে
বারংবার যায় অরন্যে
সন্তানের জন্য খুঁজতে খাবার ।
হঠাত্ একদিন কিছু ছেলেপুলে মিলে
পাড়লো চারটে বাঁচ্চা তার
ফিরে এসে নিড়ে
দেখে, ময়না বাসা তাঁর
পড়ে রয়েছে রিক্ত ।
কেঁদে কেঁদে বুক ভাসায় সে,
বাঁচ্চাগুলো মোর কোথায় ?
পাগল পাগলিনী বেশে
ভারাক্রান্ত হৃদয়ে
খুঁজে বেড়ায় সর্বত্রখানে ।
কে করল মোর বাসা খালি ?
কারো তো কোন
করিনি ক্ষতি ?
দেয় অভিশাপ,যারা করেছে সর্বনাশ ।
আপন জনের বিয়োগ ব্যথা কি ?
সে জানে ? , যে হারায় ।
আজো আশায় আশায়
বুক বেঁধে রয়েছে ময়না
একদিন ফিরে আসবে তাঁর
ছোঁট্ট সোনামনিরা ,
নতুন করে সাঁজাবে আবার
সোনার সংসারখানি তাঁর।