সাঁড়ে তিন হাত
মাটির ঘর
কারো আপন , কারো পর
সময় থাকতে হওরে হুঁশিয়ার ।
খালিক কে ভঁয় কর
আদেশ গুলো মেনে চল ।
একদিন তুমি যাবে মরে
সাঁপ বিচ্চুরও খুরাক হবে ।
কেঁদে কেঁদে বুক ভাসাবে ,
কারো নাহি সাহায্য পাবে ।
নামাজিরও সঙ্গ ধর
অসত্ পথ ত্যাগ কর
মা-বাবাকে খুশি রেখ
আল্লাহকে স্বরণে রেখ
তবে তুমি পাবে তোমার
আসল ঠিকানা ।
So,be careful
Allah is powerful.