আমি গাহি সেই
মহান বীরের জয়গান
যে নির্ভয়ে দেশের জন্য
দিয়েছে তার প্রাণ ।
সে আর কেউ নয়
সকলের চিরচেনা
লাখো বাঙ্গালির প্রাণ ।


যার মধুর কণ্ঠবাণী
এক পলকে স্থান করে নিয়েছে
লাখো বাঙ্গালির অন্তরে
যার বাণীতে ছিল
লাখো বাঙ্গালির মুক্তির কথা
অন্যায়ের বিরদ্ধে
যুদ্ধ ঘোষণা করার সাহসিকতা ।
সে আর কেউ নয়
সকলের চিরচেনা
লাখো বাঙ্গালির প্রাণ ।

যার বজ্রকণ্ঠ বাণী
প্রতিশোধের আগুন
জ্বালিয়ে দিয়েছে
লাখো বাঙ্গালির প্রাণে
যার সাহসে সাহসী হয়ে
লড়ছে শত্রু সেনার সনে ।
সে আর কেউ নয়
সকলের চিরচেনা
লাখো বাঙ্গালির প্রাণ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।