তুমি চলেছো চঞ্চল পায়ে
মোর হৃদয় সমরাঙ্গণে
প্রদীপ জ্বেলেছো তুমি
মোর অন্ধকার ঘরে ।


কি মায়ার বাঁধনে  
বাধলে তুমি ?
হে মোর হৈমতী
ভিন্ন দেশে থাকিতে পারি না
বার বার ফিরে আসি ।


কি অপরূপ তুমি ?
কি মমতাময়ী তুমি ?
হয় না তুলনা তোমার
যায় না মুছা হৃদয় থেকে
তোমার ছবিখানি ।

নিঃসার্থ প্রেম দিয়ে
রেখেছো বেঁধে মোরে
তোমার প্রেম ডরে ।
অটুট থাকুক অনন্তকাল
খোঁদার কাছে প্রার্থনা করি ।