মানুষ জাত বলতে আমার
লজ্জা লাগে খুব,
জীব কূলের সকল প্রাণীর
আমার প্রতি ক্ষোভ।
বিবেক বুদ্ধি করলো দান
সৃষ্টিকর্তা যারে
মানুষ হয়ে মানুষের প্রাণ
কেমনে কাড়ে???
নৈতিক শিক্ষা করছে চর্চা
বিদ্যালয়ের মাঠে
সেই শিক্ষার উল্টো ফল
বাস্তবতার হাটে।
লোভ লালসার মোহে পড়ে
যা খুশি তাই করে
আপন স্বার্থে বিভোর থাকে
সয়ন স্বপন ধরে।
টাকার পাহাড় গড়ছে তারা
দুস্ত জনের হক মেরে
তবুও ছড়িয়ে নীতির বাক্য
সরল মন নেয় কেড়ে।
পাই না এখন মানুষের তরে
মানুষের দয়া মায়া
পাই যে এখন হিংসে ভরা
হিংস্র প্রাণীর ছায়া।
এমন যদি চলতে থাকে
দিন হতে দিন
ধ্বংস হবে মানব জাতি
বাজবে দহন বীণ।
জাগিয়ে তুলো মনুষ্যত্ব বিবেক
লাগাও মানুষের চাম
গর্ব করে যাও বলে আজ
মানুষ আমার নাম।