দাদা-দাদি ওপার দেশে
পেরুলো কত সন
দিবারাত্র ছটফট করে
আমার অবুঝ মন।
কেমন ছিল দেখতে তারা
কেমন ছিল মুখ!
তাদের কথা পড়লে মনে
কাঁদে আমার বুক।
তাদের আদর পাইতে সদা
মন করে আনচান
ওপার দেশে ভাবি যখন
স্বপ্ন হয় খানখান।
ব্যাথার নদী শুকায় না তো
দ্বিগুণ হলো বেড়ে
মায়ের মতো ভালোবাসতো
ফুফুও গেলো ছেড়ে।
এত ব্যাথা দিলে খোদা
কেমনে বল সই
মানুষ নামে পাঠিয়েছো ভবে
পাথর তো নই।