দুষ্টু খোঁকা পড়তে বসেছে
মায়ের বঁকুনি খেয়ে,
সারাদিন সে ব্যস্ত থাকে
নানান খেলা নিয়ে ।
পড়তে বসে অংক কষে
চোখে টলমল করে ঘুম,
লক্ষী মাতার ডাক শুনে তাঁর
ভাঙ্গে আবার ঘুম ।
পড়ার ফাঁকে দিদিকে সে নিমন্ত্রণ করে ,
প্রত্যাখ্যান করলে সে হাতে-পায়ে ধরে,
বলে, লক্ষী দিদি, দেখবে না মা
খেলনা আমার সনে ।
দিদি তাঁর বুদ্ধিমতী
ক্লাসের ফাস্ট ছাত্রী ,
বায়না রাখে, দেখ ছোট
খেলবো তর সনে ,
যদি সংকল্প করিস আজ থেকে তুই পড়বি মন দিয়ে ।
মাকে এবার চমক দিল , দুষ্টু খোঁকা সেরা ছাত্র হয়ে ।