বৃক্ষের ছাঁয়ার মতো সাত কোটি মানুষকে
আগলে রেখেছো তোমার বুকে
যেমনি করে রাখে মা তাঁর সন্তানকে ।
আপন স্বার্থ উপেক্ষা করে
এই বাংলার মানুষকে সুখে
রাখতে চেয়েছো তুমি
যেমনি করে মা নিজ স্বার্থকে বলি দিয়ে
সন্তানকে সুখে রাখতে চায় ।
পাশবিক অত্যাচার করছিল যখন মোদের
পাকিস্তানি স্বৈরাচারী বর্বরবাহিনী
সে আঘাত লেগেছিল কমল হৃদয়ে তোমার
যেমনি করে এসময় লাগে মায়ের বুকে ।
ফাঁশির মঞ্চেও ছাড়নি মায়া মোদের
বলেছিলে আমি যাই মরে
তবোও বাঁচুক ওরা ।
যেমনি করে মা তিল টাই নেই যেখানে
সেখানেও সন্তানের মায়া উপেক্ষা না করে
সন্তানকে বাঁচিয়ে নিজে যায় মরে ,
তাই বলি মুজিব তুমি মোদের মা ।