মুজিব আলোয় ভরপুর
আমার সোনার দেশ
বিশ্ব দেখে অবাক চোখে
রূপের নেই তো শেষ।
মুজিব প্রেমিক দোয়েল পাখি
গায় ভোরেতে গান
গানে গানে মুগ্ধ করে
তরুলতার প্রাণ।
মুজিব জীবন পাঠ করে
হা ওর বাওর নদ
দেশপ্রেমিককে ভালোবাসে
শত্রু করে বদ।
মৃত্তিকারি কনায় কনায়
মিশে আছে মুজিব
ফলছে দেখো সোনার ফসল
মাঠ হয়েছে সজীব।
চন্দ্র,সূর্য বৃক্ষের দল
সদা করে ক্রন্দন
মুজিব বিনে রিক্ত তারা
ভেঙ্গেছে যে বন্ধন।
মুজিবেরই সোনার দেশে
আমরা সবাই রাজা
দেশ গড়িতে কাজ করিব
নয়তো কারো প্রজা।