হে মহামানব,
ক্ষমা কর মোদের গলে পরেছি কলঙ্কের হার,
পারিনি আজো পবিত্র করতে মাটি এই বাংলার।
হে চিরঞ্জীব,
তুমি ছিলে বাঙালির প্রাণস্পন্দন ছিলে তারণ্যের অংকার,
মুক্তি দিলে নিপীড়িত জাতিকে শুনিয়ে  তোমার হুংকার।
হে বাংলার রূপকার,
কত স্বপ্ন ছিল তোমার চক্ষে, কত আশা ছিল তোমার বক্ষে
শুনিয়েছিলে স্বাধীনতার স্লোগান, বীরেরা তাই থাকেনি লোকায়ে কক্ষে।
হে মহাবীর,
জাগিয়ে দিলে প্রাণে বল,রুখে দাড়াল বীরের দল।
নির্ভয়ে করলো লড়াই  জীবন করল দান,
জনমভুমি রক্ষা করল গাই তাদেরই জয়গান।

( মহাবীর)
মো রুবেল আর এস
১৪.০৮.১৮