ছড়ার ডাইরি নিয়ে হস্ত,
             খুকী আমার থাকে ব্যস্ত।

ছড়া পাঠে প্রিয় শখ,
             শুনে সবার মুখে লক।

নতুন ছড়া লিখার ধান্ধা,
             ভাবনায় কাটে সকাল সন্ধ্যা।

একটা ছড়া লিখে যবে,
             খুশির জোয়ারে ভাসে তবে।

তাঁর ছড়াটির নাম যে রবি,
           .  খুকী হবে ছড়ার কবি।

তাং- ১৬-১০-১৭