আমি পদ্মা নদীর মাঝি
তারে লয়ে খেলা আমার-
সকাল-দুপুর,সন্ধা-রাত্রি ।
আঘাতে পদাঘাতে হই সহযাত্রী
শেষ হয়েও হয়না শেষ-
দুঃখের পাল তুলা-তুলি ।
আর কত কাল এভাবে চলি;
ইচ্ছে হয় এমন খেলা বন্ধ করি!
সে তো থামায় না গতি-
দেখায় নতুন সিনেমার ছবি।
আশ হল,হলাম নতুন পথযাত্রী
যবে নিকট আসি-
নিঃস হয় তরঙ্গের মুখোমুখি;
আশা হয় নাশ,কি করে ফের তরী ।
সে যেন দূর্বারগতি-
স্থব্ধ হতে চাই!
চোখে জলধারা ছুটছে নিরবধি;
সে জলধারাতে নেয় নতুন রূপ-
দুঃসাহসী হয়ে বাড়ায় প্রবালগতি ।
¤[সংক্ষেপিত]