তোরা দেখেছিস কি রে,
ঐ পথ দিয়া গেছে আমার জাদু সোনা রে।
হাজারটা নয় একটাই জাদু, কেমনে পরান সয় রে।

শকুনের ঝাঁক উড়ছে দেখো বাংলার চারিপাশে
কোথায় রইল আমার জাদু আসবে কি আর ফিরে রে।।
হাজারটা নয় একটাই জাদু, কেমনে পরান সয় রে।।


কত লোকের লাশ ভাসতেছে শুনলাম বুড়িগঙ্গা নদে
আমার জাদু না ফিরিলে যাইব আমি মরে রে।।
হাজারটা নয় একটাই জাদু, কেমনে পরান সয় রে।।