আমার বন্ধু সোহাগ চান
অল্প বয়সে পিরিত শিখায়
মারছে প্রেমের বান।।
নিশি রাইতে বাজাই বাঁশি
দেখবো বলে বন্ধুর হাসি।
হাসিতে তার মুক্তা ঝরে
খায় রাঙা পান।
কি বলিব রূপের বাহার
পলক তো পড়ে না আমার।
একদিন তারে না দেখিলে
মন করে আনচান ।
বন্ধু আমার কত দামী
জানে শুধু অন্তরজামী।
এই হৃদয়ের সবটা জুড়ে
শুধু তারই স্থান।