একটি মা দাড়িয়ে আছে,
কতকাল বয়ে গেলো হয়নি তাহার এখনো ঘরে ফেরা
চোখেরজলে বানিয়েছে নদী জীর্ণ শীর্ণ কাপড় পরা,
দখিনা সমীরে এলোমেলো হয়ে আছে তাহার কেশ
অনাহারে রোগে ভোগে দিন যায় রাত তো হয়না শেষ।
শরীরখানা রুক্ষ তাহার নেইতো মমতার লেশ
দেখেও দেখে না কেউ দেখে এই বেশ।
বুকেতে তাহার প্রতিশোধের অনল জ্বলে দাউদাউ
পুত্র শোকে কাতর সে যে কাঁদে হাউমাউ।
ছেলেটা তাহার বড্ড জেদি অন্যায়ে আপোষহীন,
মুজিবের ডাকে সাড়া দিয়ে হইল চির অমলিন