এসেছিলো রণতরী নিয়ে সাহসের সাথে,,
পাঙ্গা হয়তো পারিনি  নিতে,
রানীর সন্য অধীক ছিলো সেখানে,,,
তবুও তারা এসেছিলো নারী হয়ে,
ন্যায়ের ঝান্ডা হস্তে  মুক্ত  স্বাধীন  হয়ে
উড়িয়ে ছিলো তা মেঘ ছারা ঐ আকাশে।

মারিয়া ছিনথিয়া সাথি এসে ছিলো
সত্যের ডাকে সারা দিয়ে  তিন বিপ্লবী,,,
রণক্ষেত্রে ন্যায় অন্যায়ের মাঝে, শূন্য হস্তে,,
শুধু  হৃদয়ে ছিলো স্বপ্ন  বিজয় উল্লাসের,,
চোখে ছিলো জল শহীদদের  প্রতি  ,
এক অতভুত মায়া কাজ করছিলো হিয়া,
এই বিজয় উল্লাসে,,,

হয়তো তারাই বীর মানিকগঞ্জের,
উজ্জ্বল তিন  নক্ষত্র   দৌলতপুরের,,
সম্পদ তারা স্বাধীন  বাংলাদেশের,,।

হয়তো এদের মতো নারীদের কথা লেখে গেছে,,
কবি কবিতার মাঝে সাজিয়ে   লাইনে লাইনে।
গল্প  উন্যাসের পাতায় হয়তো জায়গা করে নিয়েছে,,
সাহস এর তারণায়।

হাজার সালাম করি বিপ্লবী কন্যাদের,,
রাজ পথে যারা দিয়ে গেলো শ্রম,,,।
যুগে যুগে তোমরাই এসে বাংলার ঘরে ঘরে,,।