আসিলে সে বিনা দাওয়াতে,,
যেতে হবে চলে সকল বাঁধন  কেটে,,,
অনন্তকালের  সেই পথ ধরে।

হাজারও বাহানা কোনো কাজে আসবে না,
বড় বড় সব অজুহাত সেদিন ক্ষুদ্র  হবে,,
ইচ্ছে থাকবে থেকে যাওবার কিন্তু উপায় থাকবে না।

আসিলে সে ফিরাতে পারবো না যে,,
আসবে সে তাঁর নিকট হতে,,
যিনি বানায়ছে মোরে স্বযত্নে ।

শত ব্যস্ততার সংসারের হাল  দিতে হবে ছেরে,,
কর্ম বন্ধ  করে মাঝ পথে,,
ঘুমাতে হবে চিরতরে।

আসিবে বেহারারা নিয়ে যাবে যত্ন  করে,,,
কী করে ফিরিয়ে দিবো তাঁকে শূন্য হাতে,,
সে ক্ষমতা  নেই দুনিয়ার কোনো ক্ষমতাধরের হাতে।

মুসলিম  বলো আর হিন্দু  বলো,,
খ্রিস্টান ইহুদি বৌদ্ধ  আর নাসতিক বলো,,
আসিলে সে, তোমায় না নিয়ে সঙ্গে যাবে কী ফিরে?

কেউ আগুনে তো কেউ মাটিতে,
পথ ভিন্ন তবে গন্তব্য  কিন্তু একস্থানেরই,,
যেতে হবে সকলকেই আসিছে যারা ভবে।

হাজারও ব্যস্ততা ভুলে নিদ্রা যাবো চিরতরে,
শুধু কি আমিই নিদ্রা  যাবো  না না না,
তোমাদের যেতে হবে এক দিন আগে বা পরে।
★★★