ওরে ওওও দেখ না ফিরে,
নদীর জলে নৌকা চলে,🛶
⛵হাওয়ার টানে,,,
তাইতো মাঝি ভাই গায়ছে
গান সুরে সুরে,,,,,,⛵,
বাউল ভাইয়ের মাটির গানে,,
মন রয় না ঘরের কোণে,,🏰
যায় ছুটে যায়,,,
একতোরা আর দুতোরার সুরে,🎻
ধলেশ্বরীর তীরে সাদাকাশ বনে,,💮🌸
⚒️লাল লোহায় লোহা দিয়ে বারি দিয়ে,🔨
বাজাচ্ছে ঢোল কামার ভাইয়ে,,
⛓️সেই সুরে টিকে থাকা তো যায় না😁
কুমোড় ভাই নীরালে ঘুরায় চাকা,
আন মনে গায়ছে গান,,,
হাতে তার নতুন সৃষ্টি করছে,
সেই সুরে সুরে।⚱️
লাঙ্গল জোয়াল কাঁদে,
বলদের পিছে যাচ্ছে দেখো,,
এক চাষা ভাই,,,
রাখালের বাঁশির সুর টানছে তারে,,
ফসলের মাঠে 👨🌾
সন্ধ্যা কালে লালচে বেলা,,
আঁকাবাকা গায়ের রাস্তা,,,
মহিষের গাড়ি যাচ্ছে বাড়ি🏰,
করছে কর্ম সারা দিবা,,
আবার দেখো,,,,,
হুন হুনা হুন হুনা হুন
হাঁক ছেরে,,
নবোবধুর পালকি নিয়ে যাচ্ছে কাঁধে👌
জলের সুরে,, মাছের গানে,,
মন মাতিয়ে, জেলে ভাই
বসে আছে বরশি ফেলে,,
নদীর ধারে ধরবে মাছ,,
এই আশা করে,,,,,
,,,,,,,, ,,,,, ,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,
💮💮🌸🌸🌸🌸🌸