ঘন্টার ঘনঘটায় সময় হলো পার,,
পিছন ফিরে তাকিয়ে দেখি,,
হায়,,বন্ধু গুলো কই আমার?

সেদিনও তো ছিলো হাসি খুশি,,
অদ্ভুত এক মায়া যেন নিজ ছায়া,,
কর্মের  খোঁজে কোথায় আজ তারা?

ঘড়ি কাটা কেন পিছন ফিরে না,,?
স্মৃতির ব্যাথায় কাতর এ হৃদয়,,,
বন্ধু গুলো ফিরে পাবার আশায়!

বলেছিলাম তো যাবে ভুলে,,
সংস্যারের হাল ধরতে গিয়ে,,,
মিললো তো কথা বছর না ঘুরতে!

রক্তের নেই কোনো টান,,,
অপরিচিত  জন গণ,,,
কী এক মায়ায় বান্ধা এ হৃদয় বন্ধুত্ব নামে!

বছর হলে পার আশি,,
তো আসিশ অবসান করে সংস্যার,,,
আড্ডা হবে আবার!

স্মৃতির পাতা পাল্টালে,
মুখে হাসি ফুটে অশ্রু  জল  নেমে আসে চোখে,,,
একেউ বুঝি বন্ধুত্বের ভালোবাসা বলে।

কথা অনেক আছে বলবো আবার দেখা হলে,,,
ফিরে না হয় যাবো কল্পনাতে,,,
তবে ভুলবো না বয়সের  তরী কিনারায় ভীরার আগে!

আল্লাহ্ যেনো রাখে সুখে,,
আমার জীবনের সাথে জরিয়ে থাকা,,,
প্রতিটি মানুষকে,,,,,,,,,,,