আজ কিছু নেই আমার চারি পাশে,
সময়ের টানে রয়ে গেছে
অতীত এর স্মৃতি হয়ে।
আজ আর নেই কবির সেই কবিতা গুলি,
যে কবিতায় মানুষের তুলে ধরে ছবি।
আজ আর নেই গায়কের সেই গান গুলি,
যে গানে তুলে ধরতো ছন্দের সাথে মানুষের
কাহীনি।
আজ আর নেই
সেই হাসি মজা দুষ্টুমিতে ভরা দিন গুলি,
আজ আর নেই দাদু ঠাকুমার গল্পের ঝুলি,
নেই সেই ছোট বেলার বন্ধু গুলি।
হাড়িয়ে গেছে সময়ের সাথে,
কিছু আপন জনের মুখও যেনো পাল্টে গেছে।
সময়ের সাথে পাল্লা দিয়ে পারেনিতো কেউ,
সময় বেডা বড্ড তেড়া কথা শুনে না।
আজ নেই আর সেই কাঠুন দেখার
ইচ্ছে,
মন সুধু কাঁদছে, আর বলছে কেন রে
বড় হলাম এই ভুবনে।
ছোট সময় ছিলাম ভালো ছিলো নাতো
চিন্তা,
সময়ের সাথে চিন্তা ও যেনো বাড়ছে।
আজ আর যাই না দল বেধে নদীর ঘাটে,
বহু সময় ধরে গোসল করতে।
আজ আর আমার মা বকা দেয়না,
হয়তো সময়ের সাথে বকা গুলিও হাড়িয়ে গেছে।
আমার ইচ্ছে করে আবার সেই সময়ে ফিরে যেতে,
যে সময় ছিলো হাঠিপাড়া গল্পে গুচ্ছে ভরা।
যে সময় ছিলো হাসি মজা দুষ্টুমিতে ভরা,
যে সময় ছিলো শাসন আর আদরে ভরা।
আনন্দ ছিলো যে সময়, আমি আবার ও ফিরে
যেতে চাই সেই সময়ে।
আজ আর নেই সেই সময়,
সুধু অতীত হয়ে আছে মনের পাতায়।
সেই সময় কখনো কখনো পরে মোর মনে
আঁখি দুটি অশ্রুতে ভাসে।
আর পাবো না ফিরে অতীতের সময়,
আমি রনি বলতাছি ডেকে,ওহে,
শুনো মন দিয়ে
এখন থেকে সময়ের দাম দাওরে।....