যেথায় ছিলো হলুদে ভাড়া,
কুয়াশার চাদরে মুড়ানো,
শরিষার রাজ্যপাট,,
সেথায় আজ রাজ্যত্ব করে
ভুট্টা  আর ঘাস,,

শরিষা ফুলের মধুর লাগি
আসিতো বুহু দূর হতে,
পাখায় ভর করে মৌমাছি,,
এখন বুঝি আসবে না তারা,,
চিরচেনা সেই শরিষার ক্ষেতে,,,

কই শরিষার দাপট এখন,
দাপটে মূল্য তো বারিছে
কিন্তু হায়'' আবাদ কমে গেছে,,
রাজ্যপাট  ছারি এখন হইছো,
নিজ দেশে পরদেশি,,,

গরীব মরে ক্ষুদায়, তবু সে
চায় না আর তোমায়,,
কৃষকের জমিতে এখন রাজ্যত্ব
করে ভুট্টা  আর ঘাস,,,

চাই গো আমি, আবার আসো তুমি,
যে রূপে পাগল হয়েছিলো বাঙ্গালি,,
আবার আসো সেই রূপে কৃষকের জমিতে,
হলুদে দাও ভরে সোনার বাংলা।